|

কি কি নতুনত্ব থাকছে এবারের আইফোন ১৪ সিরিজে?

নতুন আইফোনের ঘোষণা দেয়ার ক্ষেত্রে গত এক দশক ধরে সেপ্টেম্বর মাসকেই বেছে নিয়েছে টেক জায়ান্ট আপেল। আর সেই ধারাবাহিকতায় গত বুধবার এক লঞ্চ ইভেন্টে ফোর্টিন সিরিজের মোট ৪ টি হ্যান্ডসেটের ঘোষণা দেওয়া হয়। আইফোন ১৪ সিরিজের ক্ষেত্রে অ্যাপেল গতানুগতিক ধারাকে অনুসরণ না করে নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে। নকশার ক্ষেত্রে পূর্বসূরী আইফোন থার্টিন এর সাথে সাদৃশ্য রেখেই যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন প্রযুক্তি।

বাকি চমক হিসেবে এবারই প্রথম iphone ১৪ সিরিজ এ যুক্ত হতে চলেছে জরুরী স্যাটেলাইট সংযোগ এবং গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ প্রযুক্তি। আরো কি কি বৈশিষ্ট্য রাখা হয়েছে আইফোন ১৪ সিরিজে? আর দামি বা কেমন হতে পারে? চলুন জেনে নিই। iphone ১৪ সিরিজের ফোনের স্ক্রিনের ক্ষেত্রে রাখা হয়েছে দুইটা ভেরিয়ান্ট…. সে ক্ষেত্রে iphone ১৪ এবং iphone ফোরটিন প্র এর স্ক্রিন সাইজ হবে ৬. ১ ইঞ্চি। অন্যদিকে আইফোন ফোরটিন প্লাস এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর স্ক্রীন সাইজ হবে ৬.৭ ইঞ্চি। ব্ল্যাক সিলভার গোল্ড এবং পার্পেল কালারের পাওয়া যাবে ফোনগুলো।
এই প্রথম অ্যাপেল তাদের ডিভাইসে যুক্ত করতে যাচ্ছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, আরো ভালো মোশন ফিজিঙের জন্য। এবং ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা তে থাকছে ফাস্ট অ্যাপাচার। আরো নিখুঁত ক্যামেরা পারফরমেন্সের জন্য বড় সেন্সর এবং আরও উন্নত লেন্স যুক্ত করা হয়েছে। শুধুমাত্র আইফোন ১৪ প্রো এর মূল ক্যামেরা টি হবে ৪৮ মেগাপিক্সেলের , আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস এর ক্ষেত্রে। মূল ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেলের। নতুন এই আইফোনে কোন আলোএতেও আগের সিরিজের চাইতে অনেক ভালো ছবি তোলা যাবে। এছাড়াও ফোনগুলিতে রয়েছে ওলেড ডিসপ্লে ১২০০ নিট পিক ব্রাইটনেস। এ সিক্সটিন বায়োনিক চিপসেট। অ্যাপেলের দাবি অনুসারে এবারে ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের চেয়েও অনেক অনেক ভালো হবে। ঘোষণা অনুযায়ী আইফোন ১৪ সিরিজের দাম শুরু হবে ৮৯৯ ডলার থেকে অর্থাৎ বাংলাদেশী টাকায় এই ফোন কিনতে গেলে গুনতে হবে কমপক্ষে ৯৪ হাজার টাকা। এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ১০৯৯ মার্কিন ডলার থেকে যার দাম বাংলাদেশী টাকায় পড়বে ১ লক্ষ ৩ হাজার টাকার বেশি। আইফোন ১৪ সিরিজের পাশাপাশি একই দিনে অ্যাপেল তাদের ওয়াচ সিরিজ ৮ অ্যাপেল ওয়াচ আল্ট্রা ও ইয়ারপোর্ট প্রো বাজারে নেওয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই ক্রেতারা এই ডিভাইস গুলোর জন্য অর্ডার দিতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post